আমাদের সম্পর্কে
প্রাকৃতিক সৌন্দর্য্যর লীলা ভূমি সমৃদ্ধ ভাটি অঞ্চল অপার সম্ভাবনার হাতছানি থাকলেও প্রাকৃতিক দূর্যোগ অকাল বন্যা,খরা,অপরিকল্পিত ব্যবস্থাপনা ও সঠিক নেতৃত্বের অভাব স্বাধীনতার প্রায় চারযুগ পরও ভাটি এলাকার জনসাধারণের ভাগ্যের পরিবর্তন হয়নি। চাহিদা কর্মসংস্থান না থাকায় এবং কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠার কারণে শিক্ষিত -অশিক্ষিত বিশাল যুবজনশক্তি দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপে ভুগছে।ফলে বাড়ছে অপরাধ প্রবনতা।শিক্ষা -সুচিকিৎসা,কর্মবঞ্চিত শিশু ও যুবরা মাদকাসক্ত হওয়ার পাশাপাশি সমাজে অশান্তির সৃষ্টি করে চলছে। এসব সুবিধা বঞ্চিত,দুস্থ ভাটির জনগোষ্ঠি,অসহায় এতিম ও মাদকাসক্ত যুবদের পূর্নবাসনে সরকারি – বেসরকারি সমন্বিত উদ্যেগ একান্ত প্রয়োজন।সামাজিক – প্রাকৃতিক বিভিন্ন কারনে অবহেলিত, হতদরিদ্র সেবা ও সুবিধা বঞ্চিত জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা চিকিৎসার সু-ব্যবস্থা,ক্রীড়া-সাংস্কৃতি লালন, প্রশিক্ষিত যুবসমাজে গঠন করে পরিকল্পিত সমাজব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে আমরা ক’জন উদ্যোগী যুবক-যুবতী ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছি ভাটিবাংলা যুব সমবায় সমিতি লি :। যাহা ১৮-১২-২০১৬ তারিখে যুব সংগঠন তালিকাভুক্তি করা হয়। তালিকাভুক্তি নং-যুউঅ/সুনাম -৩৯৮/দিরাই -৬৫।পরবর্তিতে ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদ নামে বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক ১৪-০৭-২০২০ খ্রিষ্টাব্দে নিবন্ধন প্রাপ্ত হই। নিবন্ধন নং যুউঅ/সুনাম-২৭/২০২০)। হাওরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ,সামাজিক উন্নয়ন আত্ম-মানবিক সেবায় কাজ করে আসছি।উল্লেখ্য যে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:(নিবন্ধন নং-০৫০/১৩সুনাম) এবং ভাটিবাংলা মহিলা সমিতি,দিরাই -সুনামগঞ্জ। রেজিষ্ট্রি নং-জেমবিককা/সুনাম /২০১৯/১৩৩। দুটি নিবন্ধিত সংঘটন রয়েছে। নিবন্ধিত৩ টি সংগঠনের একটি মাদার(মূল সংগঠন) সংগঠন হিসেব এলপিএস ফাউন্ডেশন গঠন করি করি। ব্যাক্তি অনুদান সামাজিক সংগঠনের আর্থিক অনুদানে কর্ম সংস্থান মূলক প্রশিক্ষণ ও উপকরন প্রদান করে আসছি। বেকারত্বের দূরীকরণে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ(এডিপি) ও বিত্তবানদের সহযোগিতা বিভিন্ন মেয়াদে নার্সারী,হস্তশিল্প,হাঁস-মুরগি পালন,সেলাই প্রশিক্ষন,ব্লকবাটিক গবাদিপশু মোটাতাজা করন,কম্পিউটার প্রশিক্ষন,মাদক ও বাল্যবিবাহ রোধে সচেতনতা মুলক সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম অব্যহত রয়েছে।এমনকি প্রশিক্ষিত যুবদের আত্মনির্ভরশীল গড়ার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন, গরু-ছাগল, রিক্সা,বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ, চারা গাছ বিতরণ,২০২২ ইং কবলিত ভানবাসিদের খাদ্য সহায়তা,হাইজিক সামগ্রী ও পুজিবাবদ সংগঠনে মাঝে সহজ শর্তে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।এতে উপকারভোগী পরিবারগুলি অনেকেই দ্বারিদ্রতার কষাঘাত হতে অনেকটা সচ্ছলতায় ফিরে এসেছে।বিগত ২০২০সালে করোনা কালীন সময়ে হাওরে শ্রমিক সংকটে ভাটিবাংলা সেচ্ছাসেবী সংগঠন গঠন করে সেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকদের মাসব্যাপী ধান কেটে দেই, এছাড়াও করোনা সুরক্ষায় মাস্ক,স্যানিটাইজার ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করে থাকি। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কতৃক করোনাকালীন দূর্যোগে বিশেষ অবদান হিসেবে আমাদের সংগঠন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ খেলাঘর সাংস্কৃতিক সংগঠনের শিশুদের বিজ্ঞানমনস্ক গড়ে তুলার আন্দোলনে কেন্দ্রীয়, জেলা,উপজেলার সক্রিয় সংগঠন হিসেবে শিশু অধিকার ও সুরক্ষায় চিত্রাঙ্কন, মেধা বৃত্তি যাচাই প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ,সংগীত প্রশিক্ষণ নিয়ে কাজ করে আসছি।
কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিশু অধিকার ও সুরক্ষাসহ বেকারত্বের দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তৃনমুল জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যহত রয়েছে ও থাকবে। ইতিমধ্যে আমরা দিরাই উপজেলার ৮ নং তাড়ল ইউনিয়নে আত্মনির্ভরশীল প্রকল্প নিয়ে কাজ করার প্রস্তুতি রয়েছে যার প্রস্তাবিত প্রাথমিক কর্ম পরিকল্পনা পিডিএফ ফাইলে প্রদান করিলাম। আমাদের কার্যক্রমের অভিজ্ঞতালব্দ জ্ঞানে আশাবাদী যে দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে পিছিয়ে পড়া কৃষি ও খাদ নিরাপত্তা, শিশু অধিকার ও সুরক্ষায় সুপরিকল্পিত কর্মমূখী কার্য্যক্রমের প্রকল্প গ্রহণে টেকসই উন্নয়ন যথাযথ সম্ভব
যোগাযোগ
- দিরাই সুনামগঞ্জ
- +8801728073458
-
vatibanglajubakallyanparishad@gmail.com
সোশ্যাল মিডিয়া
- yourfbusername
- @twitterhandle
- insta_account
- username