আমাদের সম্পর্কে
প্রাকৃতিক সৌন্দর্য্যর লীলা ভূমি সমৃদ্ধ ভাটি অঞ্চল অপার সম্ভাবনার হাতছানি থাকলেও প্রাকৃতিক দূর্যোগ অকাল বন্যা,খরা,অপরিকল্পিত ব্যবস্থাপনা ও সঠিক নেতৃত্বের অভাব স্বাধীনতার প্রায় চারযুগ পরও ভাটি এলাকার জনসাধারণের ভাগ্যের পরিবর্তন হয়নি। চাহিদা কর্মসংস্থান না থাকায় এবং কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠার কারণে শিক্ষিত -অশিক্ষিত বিশাল যুবজনশক্তি দারিদ্র্য ও বেকারত্বের অভিশাপে ভুগছে।ফলে বাড়ছে অপরাধ প্রবনতা।শিক্ষা -সুচিকিৎসা,কর্মবঞ্চিত শিশু ও যুবরা মাদকাসক্ত হওয়ার পাশাপাশি সমাজে অশান্তির সৃষ্টি করে চলছে। এসব সুবিধা বঞ্চিত,দুস্থ ভাটির জনগোষ্ঠি,অসহায় এতিম ও মাদকাসক্ত যুবদের পূর্নবাসনে সরকারি – বেসরকারি সমন্বিত উদ্যেগ একান্ত প্রয়োজন।সামাজিক – প্রাকৃতিক বিভিন্ন কারনে অবহেলিত, হতদরিদ্র সেবা ও সুবিধা বঞ্চিত জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা চিকিৎসার সু-ব্যবস্থা,ক্রীড়া-সাংস্কৃতি লালন, প্রশিক্ষিত যুবসমাজে গঠন করে পরিকল্পিত সমাজব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে আমরা ক’জন উদ্যোগী যুবক-যুবতী ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছি ভাটিবাংলা যুব সমবায় সমিতি লি :। যাহা ১৮-১২-২০১৬ তারিখে যুব সংগঠন তালিকাভুক্তি করা হয়। তালিকাভুক্তি নং-যুউঅ/সুনাম -৩৯৮/দিরাই -৬৫।পরবর্তিতে ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদ নামে বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক ১৪-০৭-২০২০ খ্রিষ্টাব্দে নিবন্ধন প্রাপ্ত হই।